রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরও এক নতুন নাম উঠে এল। নামটি হল পার্থ সরকার ওরফে ভজা।
তদন্তকারী আধিকারিকদের দাবি, পার্থ সরকার নিজে প্রথমে টাকা সংগ্রহ করতেন। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের দাবি, দুর্নীতির কালো টাকা প্রথমে সংগ্রহ করতেন পার্থ সরকার। পরে তা পৌঁছে দিতেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।
নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। তাঁকে জেরা করে ইডি আধিকারিকরা। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ইডি। সেই চার্জশিটে নাম রয়েছে শিক্ষাসচিব মণীশ জৈনের। শুধু মণীশ নয়, সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন পিএ সুকান্ত আচার্যেরও নাম রয়েছে বলে জানা যাচ্ছে। তাঁরা নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ায় তদারকি করেছিলেন বলে ইডি দাবি করেছে।