বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। হাতে বাকি আর মাত্র এক মাস সময়। পুজোর মরসুম এগিয়ে এলেও প্রশাসনিক কাজকর্মে কোনও খামতি বরদাস্ত নয়। নবান্নে রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নতুন ঘোষিত প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ যাতে বুথ স্তরে যথাযথভাবে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতেই এই উচ্চপর্যায়ের বৈঠক। নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ সহ প্রশাসনের শীর্ষকর্তারা। শুরু হতে চলেছে এই নতুন প্রকল্প শিবির।
চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। প্রতি তিনটি বুথ মিলিয়ে এক একটি পাড়া ধরে, মানুষের অভাব-অভিযোগ শুনে সরাসরি তার সমাধান করবে প্রশাসন। এই কর্মসূচির জন্য প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে। মোট ৮০ হাজার বুথে এই প্রকল্প চালু করতে রাজ্যের কোষাগার থেকে খরচ হবে আনুমানিক ৮০ হাজার কোটি টাকা।
