বৃদ্ধি পাবে বেতন

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। ভোটের আগে রাজ্যের প্রধান শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধির উদ্যোগ নিল স্কুল শিক্ষা দপ্তর। উচ্চ মাধ্যমিক স্তরের প্রধানশিক্ষকদের অতিরিক্ত দায়িত্বের কথা মাথায় রেখে বেতনে বাড়তি সুবিধা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে বহুদিনের দাবি আংশিক হলেও মিটতে চলেছে। ভোটের আগে বড় সিদ্ধান্ত হিসেবে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধানশিক্ষকদের বেতনে অতিরিক্ত ৩ শতাংশ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রস্তুতি শুরু করেছে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাই কোর্টে মামলা হয়।

সেই মামলার ভিত্তিতে ব্যক্তিগত ক্ষেত্রে কয়েক জন প্রধানশিক্ষক এখনও দু’টি করে ইনক্রিমেন্ট পাচ্ছেন বলে বিকাশ ভবন সূত্রে খবর। কত জন প্রধানশিক্ষক এই বেতন বৃদ্ধির আওতায় আসবেন, তার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে সেই তথ্য দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।