বন্ধ হলো একাধিক বিমান

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। দেশে এই ঘটনার অপারেশন সিঁদুরের মাধ্যমে। অপারেশন সিঁদুরের পর ফুঁসছে পাকিস্তান। সীমান্তে লাগাতার গোলাগুলি চলছে। শত্রু পাকিস্তানের মাটিতে ভারতের ‘অপারেশন সিদুঁরে’র প্রভাব পড়ল আকাশপথে।

জানা যাচ্ছে, ‘যুদ্ধ’ আবহে উত্তর ও পশ্চিম ভারতে একাধিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে বিমান সংস্থাগুলি। উত্তর ও পশ্চিম ভারতের অন্তত ২৭টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রয়োজন মতো এই সময়সীমা বাড়তে পারে বলেও জানানো হয়েছে। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ নোটিশ জারি করে এই সিদ্ধান্তের কথায় জানিয়েছে। এই পদক্ষেপের ফলে অন্তত ৪৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

লুধিয়ানা, পতিয়ালা, হালওয়ারা, অমৃতসর, চণ্ডীগড়, পাঠানকোট, শ্রীনগর, জম্মু, লেহ, জোধপুর, জৈসলমের, উদয়পুর, বিকানের, গ্বালিয়র, রাজকোট, ভুজ, জামনগর, কিশনগড়, কান্ডলা, পোরবন্দর, ধর্মশালা, শিমলা, ভাতিন্ডা, হিন্দন, লুধিয়ানা, পতিয়ালা, হালওয়ারা, মুদ্রা, কেশদ ও থয়স