মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ SIR। এর জন্য বিপুল সংখ্যক আবেদনপত্র ছাপানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সেই কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এই সংক্রান্ত প্রশিক্ষণ সভায় জেলাশাসক এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এমনই বার্তা দিলেন তিনি। রাজ্যে বর্তমানে প্রায় ৭.৬৫ কোটি ভোটার রয়েছেন। প্রতিটি ভোটারের জন্য দু’টি করে SIR এর আবেদনপত্র ছাপানো হবে বলে জানান হয়েছে।
একটি আবেদনপত্র থাকবে ভোটারের কাছে, অপরটি জমা পড়বে বুথ লেভেল অফিসারদের কাছে। অর্থাৎ, মোট ১৫ কোটিরও বেশি ফর্ম ছাপানোর প্রস্তুতি চলছে। প্রতিটি জেলায় আলাদাভাবে ফর্ম ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনও জেলায় যদি ছাপাখানার ব্যবস্থা না থাকে, সে ক্ষেত্রে কলকাতা থেকে ফর্ম পাঠানো হবে।
