দিন প্রতিদিন বেড়ে চলেছে জিনিসপত্রের দাম, নিত্যদিনের সংসার চালাতে পকেটে টান পড়ছে মধ্যবিত্তদের। এই পরিস্থিতিতেই আবার নতুন করে সবজির দাম একেবারে আকাশছোঁয়া। কাঁচা বাজার কিনতে গিয়ে বেশ চাপেই পড়তে হচ্ছে মধ্যবিত্তদের। এক ক্রেতা জানিয়েছেন, “বেগুন ১৫০ টাকা, টমেটো ১২০-১৫০ টাকা, মটরশুঁটি ২০০-২০০ টাকা, কাঁচা লঙ্কা ৩০০ টাকা এবং করলা ১৪০ টাকায প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এখন আলুর ওপরেই ভরসা।”
কলকাতার গড়িয়াহাট, লেক মার্কেট এবং মানিকতলা বাজারের তুলনায় বাইরের বাজারে দাম অনেক বেশি রয়েছে জিনিসপত্রের। এবার এহেন দামের পরিপ্রেক্ষিতে নজরদারি কমিটি ও টাস্কফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
এদিকে, খামারের মালিকরা পাইকারি সবজি বাজারে তাঁদের ফসলের জন্য ক্রেতা খুঁজে পাচ্ছেন না। মধ্যস্বত্বভোগী ও দালালরা সবজি বাজারে পণ্য আনতে আসছেন না। এই যোগাযোগের অভাব স্বাভাবিকভাবেই দাম বৃদ্ধিকে ত্বরান্বিত করছে। তাই, ভোটের আগে এই পরিস্থিতি হয়তো এভাবেই বজায় থাকবে।