কড়া নির্দেশিকা জারি হলো চাকরিহারা শিক্ষকদের জন্য

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি ২৬০০০ ইস্যুতে জট এখনও পুরোপুরি খোলেনি।

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষাকর্মীদেরও নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এরই মধ্যে এই চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে ‘সতর্কতা’ জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

দফতরের নির্দেশে বলা হয়েছে, বুথ লেভেল অফিসারদের তালিকা পুনরায় যাচাই করতে হবে। কোনও চাকরি-বাতিল কোনও শিক্ষাকর্মীর নাম যাতে সেখানে না থাকে সেই বিষয়ে সচেতন থাকতে হবে। উল্লেখ্য, রাজ্যের প্রায় ৮০ হাজারেরও বেশি বুথে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও নিয়োগ হয়ে গিয়েছে। কিছু কিছু জেলায় BLO-দের তালিকায় পরিবর্তন আনা হচ্ছে। এই আবহে কড়া নির্দেশিকা জারি করল কমিশন।