26
Oct
এই মুহূর্তে বলিউডের সব চেয়ে চর্চিত খবর হলো বাদশা পুত্রের মাদক মামলা৷ আরিয়ান খান মাদক মামলায় একের পর এক বিতর্কের জট৷ মঙ্গলবার মুম্বই কোর্টে শাহরুখ-পুত্রের জামিনের শুনানির আগেই আরও একপ্রস্থ নাটক ঘটে গেল এই মামলার অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে ঘিরে৷ জানা গিয়েছে তিনি নাকি উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়ে রয়েছেন এবং আত্মসমর্পন করতে চেয়েছেন৷ একটি ভিডিয়ো বার্তায় এমনটাই জানা গিয়েছে৷ গোসাভির বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হওয়ার পরেই একটি অডিও বার্তা ভাইরাল হয়৷ সেখানে নিজেকে গোসাভি পরিচয় দেওয়া এক ব্যক্তিকে কথা বলতে শোনা যায় মাদিয়াঁও থানার পুলিশের সঙ্গে৷ তিনি বলেন, ‘‘এটা কি মাদিয়াঁও পুলিশ থানা?’ থানা থেকে বলা হয় হ্যাঁ৷ এর পরেই…
