26
Oct
নতুন পালক জুড়লো থালাইভার মুকুটে ৷ দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন দক্ষিণ ভারতের সুপারস্টার ‘থালাইভা’ রজনীকান্ত৷ তাঁর হাতে দাদা সাবেব ফালকে পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হাতে নিয়ে তিনি ধন্যবাদ জানান, তাঁর দাদা সত্যনারায়ণ রাও, পরিবহণ জগতের সহকর্মী, বন্ধু রাজ বাহাদুর, তাঁর অগণিত ভক্ত, চলচ্চিত্র পরিচালক এবং তামিল নাগরিকদের৷ ভারতীয় ফিল্মি জগতের এই সর্বোচ্চ পুরস্কার নিজের গুরু কে বালাচন্দ্রণকে উৎসর্গ করেন রজনীকান্ত৷ উপরাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে রজনীকান্ত বলেন, ‘‘এই পুরস্কার ও সম্মান পেয়ে আমি অত্যন্ত আনন্দিত৷ দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য সরকারকে ধন্যবাদ জানাই৷ এই পুরস্কার আমি আমার গুরু ও…