নয়া পালক জুড়লো থালাইভার মুকুটে

নতুন পালক জুড়লো থালাইভার মুকুটে ৷ দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন দক্ষিণ ভারতের সুপারস্টার ‘থালাইভা’ রজনীকান্ত৷ তাঁর হাতে দাদা সাবেব ফালকে পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হাতে নিয়ে তিনি ধন্যবাদ জানান, তাঁর দাদা সত্যনারায়ণ রাও, পরিবহণ জগতের সহকর্মী, বন্ধু রাজ বাহাদুর, তাঁর অগণিত ভক্ত, চলচ্চিত্র পরিচালক এবং তামিল নাগরিকদের৷ ভারতীয় ফিল্মি জগতের এই সর্বোচ্চ পুরস্কার নিজের গুরু কে বালাচন্দ্রণকে উৎসর্গ করেন রজনীকান্ত৷ 

উপরাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে রজনীকান্ত বলেন, ‘‘এই পুরস্কার ও সম্মান পেয়ে আমি অত্যন্ত আনন্দিত৷ দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য সরকারকে ধন্যবাদ জানাই৷ এই পুরস্কার আমি আমার গুরু ও আমার মেন্টর কে বালাচন্দ্রনকে উৎসর্গ করছি৷ ধন্যবাদ জানাই আমার বড় ভাই সত্যনারায়ণ রাওকে৷ উনি আমার জীবনে পিতৃতুল্য৷ আমাকে জীবনের মূল্যবোধ শিখিয়েছেন তিনি৷’’ রজনীকান্তকে ‘মহান দেশের এক মহান সন্তান’ বলে উল্লেখ করেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷ তাঁর কথায়, রজনীকান্ত দক্ষিণ ভারতের ন, দক্ষিণ ভারত থেকে আসা এক মহান অভিনেতা৷ ‘ভৈরবী’ এবং ‘শিবাজি’ ছবিতে তাঁর অভিনয় চিরস্মরনীয় হয়ে থাকবে৷ 

তাঁর অনন্য স্টাইল তাঁকে সকলের থেকে পৃথক করে করে রেখেছে৷ প্রসঙ্গত, আজ ২০১৯ সালের দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন রজনীকান্ত৷ এদিন দাদাসাহেব ফালকে পুরস্কার হাতে তুলে নেওয়ার আগে থালাইভার’র জন্য স্ক্রিনে বিশেষ ভিডিও বার্তা ফুটে ওঠে৷ যেখানে তাঁর অভিনয় জীবনের সফরের কথা তুলে ধরেন অমিতাভ বচ্চন, এআর রহমান থেকে শুরু করে মোহনলাল, খুশবু’র মতো তারকারা। আজ দর্শকাসনে উপস্থিত ছিলেন রজনীকান্তের স্ত্রী লতা, জামাই তথা অভিনেতা ধনুশ।