03
Sep
আবারও করোনা তার করাল থাবা বসাচ্ছে বলিউডে। এর আগে করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের অনেকে।এবার করোনা আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় পরিচালক তথা কোরিওগ্রাফার। করোনার দুটি টিকা নেওয়ার পরেও এই মারণ রোগের সংক্রমণে আক্রান্ত হলেন ফারহা খান। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানালেন তার এই করোনা আক্রান্তের কথা। ইনস্টাগ্রাম স্টোরিতে ফারহা লেখেন, ‘দুটো ভ্যাকসিন নেওয়া ছিল আমার, আমি কাজও করেছিল মূলত ডবল ভ্যাকসিন নেওয়া মানুষজনের সঙ্গে, তারপরেও আমি করোনা পজিটিভ। ইতিমধ্যেই আমি সকলকে জানিয়েছি যাঁদের সংস্পর্শে আমি এসেছিলাম তাঁরা যেন টেস্ট করিয়ে নেয়, যদি এমন কেউ থেকে থাকো যাকে জানাতে ভুলে গেছি দয়া করে তোমরা পরীক্ষা করিয়ে নাও, আশা করি দ্রুত সেরে উঠব’। ৫৪…
