16
Nov
'গলি বয়' খ্যাত অভিনেতা বিজয় ভার্মা তামান্না ভাটিয়ার সঙ্গে ডেট করছেন। এই মুহূর্তে জুটি বেঁধে সর্বত্র দেখা যাচ্ছে তাদের। ওয়েব সিরিজ 'লাস্ট স্টোরিজ ২'-এর শুটিংয়ের সময় তারা একে অপরের কাছাকাছি আসেন। সম্পর্কে জড়ান বিজয়-তামান্না। কয়েক মাস আগে অভিনেত্রী বিজয়কে 'তার সুখের ঠিকানা' বলেছিলেন। সম্প্রতি, মনীশ মালহোত্রার বাড়িতে দীপাবলি অনুষ্ঠানের পরে, তামান্নার বিজয়ের হাত টেনে গাড়িতে ওঠার ভিডিও ভাইরাল হয়েছিল। তাদের সম্পর্ক নিয়ে এই মুহূর্তে জল্পনা চলছে সর্বত্র। স্বাভাবিকভাবেই পরিবারের পক্ষ থেকে বিয়ের চাপ আসছে। কবে চার হাত এক হবে বিজয়-তামান্নার? উত্তর শীঘ্রই পাওয়া যাবে। শোনা যাচ্ছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে অভিনেত্রীর পরিবার। তামান্না ৩৩ বছরে পা দিয়েছেন। অভিনেত্রীর পরিবার খুব…