18
Sep
দেশকে রক্ষা করতে সব চেয়ে বড় দায়িত্ব ভারতীয় সশস্ত্র বাহিনীর, এই বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ বিএসএফ। দেশের সীমান্ত বরাবর অতন্দ্র প্রহরায় নিয়োজিত জওয়ানদের দেখে অনেকেই তাঁদের মতো হওয়ার স্বপ্ন দেখেন। এবার এল বড় খবর। বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে বিএসএফ। ১১০০ র বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। এথ মধ্যে হেড কনস্টেবল (রেডিও অপারেটর) পদ রয়েছে ৯১০ টি এবং হেড কনস্টেবল (রেডিও মেকানিক) পদ রয়েছে ২১১ টি। হেড কনস্টেবল (রেডিও অপারেটর) পদে আবেদনের যোগ্যতা- এই পদে আবেদনের জন্য বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। পদার্থবিদ্যা, গণিত এবং রসায়নে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। মাধ্যমিক পাশ করলেও আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে…
