22
Dec
দীর্ঘ সময় পর ভারত পেলো খেতাব, ২১ বছরের খরা কাটিয়ে ভারতে ফিরল মিসেস ওয়ার্ল্ডের ক্রাউন। শিয়রে সাফল্যের পালক জুড়লেন সরগম কৌশল। আন্তর্জাতিক মঞ্চে আরও একবার লেখা হল ভারতের নাম৷ লাস ভেগাসে মিসেস ওয়ার্ল্ডের আসরে ভারতীয় সুন্দরীর মাথার উঠল বিশ্ব সেরার মুকুট৷ তাঁকে ক্রাউন পরিয়ে বরণ করে নেন মিসেস ওয়ার্ল্ড ২০২১ শ্যালিন ফোর্ড (আমেরিকা)। ৬৩টি দেশের বাছাই করা সুন্দরীদের হারিয়ে সেরার সেরা হয়েছেন ভারতের সরগম কৌশল। এদিন মিসেস ইন্ডিয়ার অফিসিয়াল পেজ থেকে সরগমের ছবি আপলোড করে এই খবর জানানো হয়৷ সেখানে লেখা হয়েছে, "দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ২১ বছর পর দেশে ফিরল ক্রাউন।" সরগমকে দেখা গিয়েছে বেবি পিঙ্ক রঙের শিমারি গাউনে৷ মুখে স্মিত হাসি৷…
