20
Oct
এবার আরো এক দোষের জন্য দোষী সাব্যস্ত হলেন তিনি৷ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন গুরমিত রাম রহিম সিং৷ ২০১৭ সালে দুই শিষ্যাকে ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া ইস্তক রোহতকের সুনারিয়া জেলে বন্দি গুরমিত রাম রহিম সিং৷ সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের দায়ে দু’বছর আগে যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত হয় রাম রহিম৷ এবার ১৯ বছরের পুরনো হত্যা-মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হল ডেরা সাচা সৌদা প্রধানকে৷ ডেরা সাচা সৌদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ কুমারকে খুনের দায়ে রাম রহিমের পাশাপাশি আরও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শুনিয়েছেন পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারক৷ বাকি সাজাপ্রাপ্তরা হল- অবতার সিং, কৃষাণ লাল, যশবীর সিং ও সবদিল সিং৷…
