23
Aug
এই মুহূর্তে চর্চার সব চেয়ে বড় কেন্দ্রবিন্দু হল কেন্দ্র সরকার দ্বারা নির্মিত অযোধ্যার বুকে তৈরি রাম মন্দির। এবার এই পরিস্থিতিতে অনেকটা কেন্দ্রকে টেক্কা দিতেই রাজ্যের তৃণমূল সরকার দিঘায় নির্মাণ করছে জগন্নাথ মন্দির। লোকসভা নির্বাচনের আগেই এই মন্দিরের উদ্বোধন হতে পারে। মন্দির উদ্বোধনের আগে দিঘাকে আরো আকর্ষণীয় করার জন্য হকার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হল। দিঘা – শংকরপুর উন্নয়ন পর্ষদ জানায়, সব হকারদের সরে যেতে হবে দিঘা সৈকত ও সৈকত সরণী সংলগ্ন এলাকা থেকে। নির্দেশ না মানা হলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে পুনর্বাসনের কোনও আশ্বাস দেওয়া হয়নি। তাই পুনর্বাসন ছাড়া এখান থেকে সরতে নারাজ তারা।…