23
May
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের সাবেক সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় হয়ে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা- সেই তালিকায় নাম রয়েছে একাধিক জনের। এবার এই মামলা নিয়েই সামনে আসছে বড় খবর। নিয়োগ মামলায় এখনও অবধি মোট ১৪টি চার্জশিট জমা পড়েছে। চলতি মাসের শেষের দিকেই এই মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপাতত চূড়ান্ত চার্জশিট তৈরি করে আলিপুর বিশেষ সিবিআই আদালতে তা জমা করা হবে।…
