08
Mar
রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে উদ্ধার হচ্ছে কয়েক লক্ষ লক্ষ টাকা। নিয়োগ দুর্নীতিতে গ্রফতার শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে উদ্ধার দেড় কেজি সোনা ও ৫০ লক্ষ টাকা৷ এসপি সিনহার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর অফিসাররা। ওই ফ্ল্যাটে দেড় কেজি সোনা ও ৫০ লক্ষ টাকা লুকানো ছিল। সেগুলি বাজেয়াপ্ত করেছে সিবিআই। শুধু তাই নয়, ওই ফ্ল্যাট থেকে দেড় হাজার চাকরিপ্রার্থীর একটি তালিকাও উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সার্ভে পার্ক এলাকায় অন্য একজনের নামে এই ফ্ল্যাটটি কিনে রেখেছিলেন শান্তিপ্রসাদ সিনহা। এই বিষয়টি জানতে পেরেই সেখানে হানা দেন গোয়েন্দারা৷ এ ঘটনায় নতুন…