18
Oct
সাময়িক ভাবে স্বস্তি পেলেও এবার চাপ বাড়ল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আবেদন জানিয়েছিল ইডি। কলকাতা হাইকোর্ট তাদের সেই আবেদন খারিজ করলেও দিল্লির একটি আদালত জানিয়ে দিল, সহগলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। এক্ষেত্রে অস্বস্তি আরও বাড়ল অনুব্রতর। আর্থিক তছরূপের তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টে সায়গলকে নিয়ে আবেদন করেছিল। সেই আবেদন মঞ্জুর হয়েছে। তাই এখন সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করছে ইডি আধিকারিকরা। মঙ্গলবারই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গরু পাচার মামলায় সায়গল…