26
Dec
বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ তবে অন্যান্য বছরের মতো চলতি বছর এই সময়টা সেইভাবে শীত পড়েনি। আর শেষ কয়েক দিন ভোরবেলা বাইরে তাকালেই দেখা যাচ্ছে কুয়াশার চাদর। এতএব অনুমান করাই গিয়েছিল যে শীতের প্রভাব আরও কমবে। হলও তাই। বড়দিনের পরেই আবার বাড়ল রাজ্যের তাপমাত্রা। এই সময়টা যেমন ঠান্ডায় অভ্যস্ত কলকাতা তথা রাজ্যের মানুষ সেই ঠান্ডা পড়েনি বললেই চলে। তার ওপর আরও বাড়ল তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি! বোঝাই যাচ্ছে শীতের আমেজের কী হাল…
