26
Oct
পুজোর মরশুম প্রায় শেষের পথে৷ পুজো শেষ হতেই যেনো ঘুরতে শুরু করেছে আবহাওয়া৷ রাজ্যজুড়ে বেশ শীত শীত ভাব৷ বেলায় তাপমাত্রা বাড়লেও ভোরের আকাশে হিমেল হাওয়ার পরশ৷ তবে শীত ভ্রান্তি দূর করে হাওয়া অফিস জানাল, আপাতত বঙ্গে শীতের কোনও সম্ভাবনা নেই৷ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীতের দেখা মিলবে না রাজ্যে৷ তবে আগামী কয়েক দিন তাপমাত্রা কম থাকায় শীত শীত অনুভূতিটা থাকবে৷ কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে আবহাওয়া৷ বেলার দিকে আপেক্ষিক আদ্রতাও বাড়তে থাকবে৷ হাওয়া অফিস জানাচ্ছে, কালীপুজোর সময় যে তাপমাত্রা কমেছিল, তা সিত্রাংয়ের প্রভাবে। এবার পারদ ফের চড়বে। এখনই বাংলায় শীতের আগমন ঘটছে না। পুরোপুরি শীতের আগমন ঘটবে আগামী ১৫…
