বন্ধ থাকবে সেতু

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর কতৃপক্ষের তরফে। সপ্তাহান্তে ফের বদলাতে চলেছে কলকাতার ট্রাফিক চিত্র। দ্বিতীয় হুগলি সেতু সকাল থেকে আট ঘণ্টা বন্ধ থাকতে চলেছে। এ বিষয়ে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৫ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। দুপুর ১ টার পর থেকে ফের খুলে যাবে সেতু। যানজট এড়াতে বিকল্প রুটের ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। সাধারণ মানুষকে যাতে ভোগান্তির শিকার না হতে হয় সেটাই এখন বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। মূলত সংস্কারের জন্যই বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।

জানা যাচ্ছে, সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য যানচলাচল বন্ধ রাখা হবে। প্রশাসনিক সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস, লাইটিং সিস্টেমের পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ সম্পন্ন করা হবে এই সময়।