বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সম্প্রতি কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার দরকার নেই।
কারণ, সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করা যায়নি। আর কয়েকজনের ভুলের জন্য হাজার হাজার শিক্ষকের চাকরি যাওয়া ঠিক নয়। কিন্তু এই রায় ঘোষণা হতেই মামলাকারীরা জানিয়ে দিলেন যে, তাঁরা এবার সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যাবেন। ডিভিশন বেঞ্চ বলেছে দুর্নীতি প্রমাণিত হয়নি।
তাছাড়া নিয়োগ প্রক্রিয়ায় কারা দোষী তা স্পষ্ট নয়, তাই সকলের চাকরি বাতিল করা যাবে না। তবে রায়ের পর ম্যামলাকারীরা জানান, তাঁরা এই রায়ে খুশি নন, এবং তারা দাবি করেন যে এই রায় বেশিদিন বহাল থাকবে না। তবে শুধু মামলাকারীরা নয়, বঞ্চিত প্রার্থীরাও এই রায়ে অখুশি। মে ২০২৩ এ সিঙ্গল বেঞ্চ ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে।
