আবার ফের কার্যকর হতে পারে নয়া কৃষি আইন

সদ্য মাত্রই বহু লড়াইয়ের ফল মিলেছিলো তাদের। কেন্দ্র সরকারের তরফে স্থগিত করা হয়েছিল নয়া কৃষি আইন। কৃষকদের দীর্ঘ ৩৭৮ দিনের লড়াই থেমেছিল কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল করায়। রাজধানী দিল্লির সীমানায় গত ১৫ মাস ধরে চলছিল কৃষি আন্দোলন। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন তারা। সেই আইন বাতিল করেছেন কেন্দ্র। কিন্তু আবার কি সেই আইন লাগু হতে পারে? কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারের মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বলছেন, আবার এই আইন লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানে তিনি দাবি করে বলেছেন, লক্ষাধিক কৃষকের ক্ষোভের মুখে পড়ে গত মাসে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র৷ তবে পরবর্তী কালে পুনরায় কৃষি আইনগুলি কার্যকর হতে পারে। তাঁর কথায়, কৃষি সংশোধনী আইন এনেছে কেন্দ্র কিন্তু তা সকলের পছন্দ হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এটি একটি বড় সংস্কার ছিল বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। তবে আবার এই আইন লাগু হতে পারে এই সম্ভাবনা তৈরি হওয়ায় যথেষ্ট বিতর্ক দানা বেঁধেছে। আগেই কংগ্রেস সহ সব বিরোধী দলের বক্তব্য ছিল যে আগামী কয়েক মাসে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ তারা বুঝতে পেরেছে যে এই আন্দোলন জারি থাকলে বিজেপি ভোটে হেরে যেতে পারে। অনেকেই মনে করছিলেন যে বিধানসভা ভোট মিটে গেলে আবার হয়তো নতুনভাবে কৃষি আইন লাগু হতে পারে। এখন মনে করা হচ্ছে সেই আশঙ্কাই সত্যি হতে পারে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, কৃষক আন্দোলনের আড়ালে ক্রমশ মাথাচাড়া দিচ্ছিল দেশ-বিরোধী শক্তি। এই আন্দোলনকে সামনে রেখে অনেকেই দেশ বিরোধী কার্যকলাপ করছিল, সন্ত্রাসের আবহ তৈরির চেষ্টা করা হচ্ছিল। সেই কারণেই এই আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানান হয়েছিল, কৃষক আন্দোলনের নামে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়ানোর চেষ্টাও করা হচ্ছিল, তাই দেশের নিরাপত্তার স্বার্থেই এই তিনটি আইন প্রত্যাহার করেছে।