রাজ্যে বাড়ছে ওমিক্রনের সংখ্যা

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে সদ্দ্যই সামলে উঠেছিলো রাজ্য, কিন্তু আবার চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণ। নতুন প্রজাতির আতঙ্কের কারণেই বাংলায় ধীরে ধীরে দৈনিক আক্রান্তের হেরফের ঘটছে। একই সঙ্গে শহর কলকাতার আক্রান্তের সংখ্যাও কিছুতেই কম হচ্ছে না। যা আলাদা করে চিন্তার বিষয়। এদিকে, উৎসবের মরশুমে গত ২৪ ঘণ্টায় তুলনামূলক অনেকটাই কমেছে টেস্টিং। তাই উদ্বেগ বাড়ছে ক্রমাগত।

শুক্রবারের করোনাভাইরাস তথ্য অনুযায়ী বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন এবং তাদের মধ্যে ২০৪ জন কলকাতার। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৭৭ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ২৮। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৩১ হাজার ৬৫ জন। এই একই সময় বাংলায় মৃত্যু হয়েছে ১০ জনের, সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭২৬ জন।

বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ২.৫২ শতাংশ। স্বস্তির খবর, গত একদিনে রাজ্যে বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৪৪৬ জন। সব মিলিয়ে করোনাজয়ীর সংখ্যা ১৬ লক্ষ ৩ হাজার ৯০৬ জন। যদিও আপাতত করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে চিন্তার কিছু নেই সেটা স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।

উল্লেখ্য, ওমিক্রন নিয়ে এমনিতেই উদ্বেগ বাড়ছে দেশে। রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে পরামর্শ দিয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানিয়েছেন, ডেল্টা সংক্রমণের পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে ওমিক্রন প্রজাতির বাড়বাড়ন্তের চিত্র ধরা পড়ছে। কোথায়, কতজন, কোন ভাইরাস প্রজাতিতে আক্রান্ত হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, উৎসবের মরশুমে যেখানে যেরকম প্রয়োজন, সেরকম বিধিনিষেধ আরোপের নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।