বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে অবশেষে স্পেশাল টেট আয়োজনের অনুমোদন দেওয়া হলো। ২০২৫ সালের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই খবরে স্বস্তি পেয়েছেন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী।
স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ মেমো জারি করে জানানো হয়েছে, স্পেশাল টেট পরীক্ষার সম্পূর্ণ দায়িত্ব থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ -র হাতে। দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি সরাসরি প্রাথমিক পর্ষদের সচিবকে এই নির্দেশ পাঠিয়েছেন। স্পষ্ট বলা হয়েছে, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলিতে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের জন্যই এই পরীক্ষা নেওয়া হবে।
