সম্প্রতি একটি বিষয় নিয়ে চর্চা চলছে বেশ, রাজ্য থেকে দেশ উঠছে একাধিক অভিযোগ। রাজ্যে দিন দিন বাড়ছে পথকুকুরের সংখ্যা, সঙ্গে বাড়ছে কুকুরের কামড়ের ঘটনাও। উদ্বেগজনক এই পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট।
বিচারপতিদের প্রশ্ন, পথকুকুর নিয়ন্ত্রণে বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধক দেওয়ার কাজ কতদূর এগিয়েছে? রাজ্য সরকারের পাশাপাশি কলকাতা ও বিধাননগর পুরসভার কাছ থেকেও এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়।
আদালত জানতে চায়, “কলকাতা-সহ সারা রাজ্যে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণের কাজ কত দূর এগিয়েছে? প্রতিষেধক দেওয়ার কাজ কি নিয়ম মেনে হচ্ছে?” সেই সঙ্গে কলকাতা পুরসভা এবং বিধাননগর পুরসভার রিপোর্ট তলব করেছে হাই কোর্ট। বলা হয়েছে চার সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট জমা দিতে হবে।
