স্করপিও গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু টোটো চালকের

স্করপিও গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক টোটো চালকের।শনিবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই নং ব্লকের গোবরাছড়া নয়ারহাট অঞ্চলের করলা এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় সাইদুল মিয়া নামে এক টোটো চালককে ভোর পাঁচটা নাগাদ পিষে দেয় একটি স্করপিও গাড়ি।তারপর তাকে দ্রুত রক্তাত্ব অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।কোচবিহার জেলা পুলিশ সুপার জানিয়েছেন করলা এলাকায় টোটোকে সজোরে স্করপিও গাড়ি ধাক্কা মারলে তৎক্ষণাৎ সেই টোটোটি চুর্ন বিচূর্ণ হয়ে যায় এবং টোটো চালকের মৃত্যু হয়। যদিও ওই স্করপিও গাড়িতে কোন রকম নেশাকর দ্রব্য উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে জেলা পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি।তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন ঘাতক গাড়ির ভিতরে গাঁজা সহ অন্যান্য দ্রব্যের প্যাকেট ছিল।কিন্তু গাড়িতে আদৌ কোন নেশার দ্রব্য ছিল কিনা! সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে  পুলিশ।