ইম্ফল ও ইটানগরে উবের মোটো চালু করার মাধ্যমে উবের উত্তরপূর্বাঞ্চলে তাদের উপস্থিতির প্রসারণ ঘটালো। এই লঞ্চের ফলে ভারতের উত্তরপূর্বের সাতটি রাজ্যে উবের হয়ে দাঁড়াল একমাত্র রাইডশেয়ারিং কোম্পানি।
অগ্রণী রাইডশেয়ারিং প্লাটফর্ম উবের ইতিমধ্যেই ‘উবের মোটো’ নিয়ে উপস্থিত রয়েছে আইজল ও শিলঙে, গুয়াহাটিতে রয়েছে ‘উবের গো’ ও ‘উবের মোটো’ নিয়ে এবং ডিমাপুর ও আগরতলায় রয়েছে ‘উবের অটো’ নিয়ে। উবেরের উদ্দেশ্য হল দেশের শহরগুলিতে কনভেনিয়েন্ট, অ্যাফোর্ডেবল ও সেফ মোবিলিটি সলিউশন প্রদান করা, যাতে সহজেই উবের অ্যাপ ব্যবহার করে গ্রাহকদের রাইড সম্ভব হতে পারে।
উত্তরপূর্বাঞ্চলে উবেরের সম্প্রসারণের ফলে যাত্রীদের পক্ষে ডোরস্টেপ পিক-আপ, সেফ ও কন্ট্যাক্টলেস পেমেন্টের সুবিধা নেওয়া সম্ভব হবে।