কি কি থাকবে মহাকাল মন্দিরে জানানো হলো বিস্তারিতভাবে

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। শিলিগুড়িতে তৈরি হতে চলেছে মহাকাল মন্দির। দেশের ১২ টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ দেখা যাবে সেখানে। আগামীদিনে শিলিগুড়ির মহাকাল মন্দির আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। মন্দিরের সীমানা বরাবর ১২ টি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে, যেখানে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে।

দুটি প্রদক্ষিণ পথ থাকবে মন্দিরে। মূল মন্দির ছাড়াও বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরি করা হচ্ছে। ব্রোঞ্জের তৈরি মূর্তির উচ্চতা হবে ১০৮ ফুট। আর মূর্তিটি যে ভিত্তির উপরে থাকবে তার উচ্চতাও ১০৮ ফুট হবে। দোতলা মহাকাল মিউজিয়াম এবং সাংষ্কৃতিক হল তৈরি হবে।

পূর্ব ও পশ্চিমে অবস্থানকারী দুটি নন্দীগৃহও থাকবে মন্দিরে। তিনি আরও জানান, শিবালয়ের রীতি অনুযায়ী, মহাকাল মন্দিরের চার কোণে থাকবেন চারজন দেবতা। দক্ষিণ পশ্চিমে থাকবেন গণেশ, উত্তর পশ্চিমে কার্তিক, উত্তর পূর্বে শক্তি, দক্ষিণ পশ্চিমে থাকবেন বিষ্ণু নারায়ণ। দুদিকে দুটি সভা মণ্ডপ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে ৬০০০ এর বেশ মানুষ একসঙ্গে বসতে পারবেন।