কবে নাগাদ প্রকাশিত হবে পরীক্ষার ফলাফল

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। চলতি মাসের শেষে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট। কারণ এখন রাজ্যে উচ্চমাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে হয়। সেই কারণে তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম পর্বের রেজাল্ট প্রকাশিত হবে, জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ বছরের উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ে অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রেজাল্টের তারিখ ঘোষণা করেছেন। তিনি জানান চলতি বছর উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষায় অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন।

সংসদের তরফ থেকে আরও জানানো হয়েছে, ফলাফলের পাশাপাশি পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শতাংশ প্রকাশ করে প্রথম দশ জনের নামও জানানো হবে। ‌ তবে তা মেধাতালিকা নয়। চতুর্থ সেমিস্টার বা উচ্চমাধ্যমিকের চূড়ান্ত সেমিস্টারের পরে সেই মেধা তালিকা ঘোষণা করা হবে।