পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। মেট্রো পথে জুড়ে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্ত। বিশেষ করে নতুন তিনটি মেট্রো লাইন জুড়তেই সবথেকে পুরনো ব্লু লাইনে মেট্রো সংখ্যা বাড়তে শুরু করেছে। এবার বিস্তারিত তথ্য দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
ব্লু লাইনের ক্ষেত্রে নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো মিলবে সকাল ৬ টা ৫০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৪ মিনিটে, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৫ মিনিটে, মহানায়ক উত্তমকুমার-দক্ষিণেশ্বর প্রথম পরিষেবা সকাল ৬ টা ৫৫ মিনিটে।
শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর শেষ মেট্রো মিলবে রাত ৯ টা ৩৪ মিনিটে, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো ৯ টা ২৮ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম-দমদম শেষ পরিষেবা মিলবে রাত ৯ টা ৪৪ মিনিটে। গ্রিন লাইনের ক্ষেত্রে সোম থেকে শুক্র হাওড়া ময়দান প্রথম মেট্রো সকাল ৬ টা ৩০-এ, সল্টলেক সেক্টর ফাইভ সকাল ৬ টা ৩২। শেষ মেট্রো হাওড়া ময়দানে রাত ৯ টা ৪৫ এ এবং সল্টলেক সেক্টর ফাইভে রাত ৯ টা ৪৭ এ।
অরেঞ্জ লাইনে সোম থেকে শুক্র কবি সুভাষ স্টেশনে প্রথম মেট্রো সকাল আটটায়, বেলেঘাটায় সকাল ৮ টায় মিলবে। শেষ পরিষেবা কবি সুভাষ স্টেশনে রাত ৮ টা ৫ এ এবং বেলেঘাটাতেও মিলবে একই সময়ে। ইয়েলো লাইনে সোম থেকে শুক্র নোয়াপাড়ায় প্রথম মেট্রো মিলবে সকাল ৭ টা ৫৮ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দরেও প্রথম মেট্রো মিলবে একই সময়ে। শেষ পরিষেবা নোয়াপাড়া এবং জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে পাওয়া যাবে রাত আটটায়।
