ইতিহাসকে সাক্ষী রেখে ভারতে প্রথম জলের তলা দিয়ে চলল মেট্রো

পূর্বেই ঘোষিত হয়েছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হতে চলেছে জলের তলা দিয়ে। শুধু কলকাতা মেট্রোর ইতিহাসেই নয়, ভারতেও এই প্রথম জলের তলা দিয়ে চলবে মেট্রো। স্বভাবতই মেট্রো কতৃপক্ষ থেকে সাধারণ মানুষ, সবার মধ্যেই উচ্ছ্বাস ছিলই। অবশেষে চলে এল সেই মাহেন্দ্রক্ষণ। প্রথমবারের মত দেশে গঙ্গার নীচ দিয়ে সফলভাবে ছুটে চলল মেট্রো।

পাশাপাশি, আরও জানা গিয়েছে যে, সকাল ১১ টা ৫৫ মিনিট নাগাদ মেট্রোর এমআর-৬১২ রেকটি প্রথমে গঙ্গার নীচ দিয়ে ছুটেছে। তারপরে মেট্রোর এমআর-৬১৩ রেকটিও গঙ্গার তলা দিয়ে পৌঁছে যায় ময়দান স্টেশনে। মাত্র আধঘণ্টায় মহাকরণ থেকে হাওড়া ময়দান পৌঁছে যায় ওই দু’টি রেক। মেট্রো কর্তৃপক্ষের তরফে অবশ্য স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে খুব দ্রুত ট্রায়াল রান শুরু করা হবে বলে জানা গিয়েছে।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, গঙ্গার তলা দিয়ে মোট ৫২০ মিটার অতিক্রম করবে মেট্রো। যে পথটি যেতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড। পাশাপাশি, যে সুড়ঙ্গ দিয়ে মেট্রো চলাচল করবে, সেটি গঙ্গার জলস্তরের ৩২ মিটার নীচে অবস্থিত রয়েছে। এমতাবস্থায়, চলতি বছরের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে বাণিজ্যিক পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।