মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিধানসভা নির্বাচনের এখনও কয়েক মাস বাকি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার মাত্র এক সপ্তাহ পরেই বাংলায় পা রাখতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আগামী ২৪ জুলাই জঙ্গলমহলে এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। যোগী আদিত্যনাথকে সামনে এনে হিন্দু ভোট একজোট করার চেষ্টা করছে গেরুয়া শিবির। রাজনীতির কারবারিরা বলছেন, মোদীর “বাংলার উন্নয়নের সামনে প্রাচীর” মন্তব্যের পর এবার যোগীর আগমন বাংলায় বিজেপির হিন্দুত্ব বার্তা পৌঁছে দিতে পারে।
দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, “বাংলায় বিজেপিই আসল অস্মিতার রক্ষাকর্তা।” এবার সেই সুরেই জঙ্গলমহল থেকে বার্তা দিতে পারেন যোগী আদিত্যনাথ। শুধু সভা নয়, জনসংযোগ কর্মসূচিতেও অংশ নিতে পারেন তিনি। নির্বাচনের মুখে গ্রামাঞ্চলে পা রেখে ভোট টানার চেষ্টা করছে গেরুয়া শিবির। সব মিলিয়ে ছাব্বিশের লক্ষ্যে এখন থেকেই কোমর বেঁধে নামছে বিজেপি।
