বিজেপি নেতাদের “গো ব্যাক” শ্লোগান এবং কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

0 min read

দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বিক্ষোভের মুখে পড়তে হল। তৃনমূল কংগ্রেস সমর্থকরা বিজেপি নেতাদের কালো পতাকা দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে চোপড়া থানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিজেপি নেতারা এদিন চোপড়ার ঘটনায় পুলিশের সঙ্গে মিলিত হন।

ভোট পরবর্তী হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে আজ দার্জিলিং জেলার বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ চোপড়ায় আসেন। চোপড়া থানার সামনে এদিন তৃনমূল কংগ্রেস সমর্থকরা জড়ো হয়েছিলেন। বিজেপি নেতারা সেখানে পৌঁছাতে তৃনমূল কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। বিজেপি নেতাদের গো ব্যাক শ্লোগান এবং কালো পতাকা দেখানো হয়।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়।সাংসদ রাজু বিস্তা জানান, ভোট পরবর্তী হিংসায় ৪২ টি ঘটনা ঘটেছে। বহু বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। বহু মানুষকে মারধোর করা হয়েছে, বহু মানুষ ঘরছাড়া, বাড়ি থেকে জিনিসপত্র লুঠপাটের ঘটনা ঘটেছে। পুলিশ এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে।পুলিশকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি করা হয়েছে। তৃনমূল কংগ্রেস হতাশার থেকে এই কাজ করছে বলে রাজু বিস্তা অভিযোগ করেছে। তৃনমূল কংগ্রেসের অভিযোগ নির্বাচনের পর থেকে সাংসদকে এই এলাকায় দেখা যায় নি।তিনি একবার এখানে এসে এলাকায় দাঙ্গা লাগাবার চেষ্টা করেছিলেন। সাংসদ এসেই দাঙ্গা লাগাবার উস্কানী দেন।তাই সাংসদের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ।

You May Also Like