04
Nov
পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। নিত্যযাত্রীদের জন্য কলকাতা মেট্রো নিয়ে এল এক নতুন উদ্যোগ। প্রসঙ্গত কলকাতা মেট্রোর সবথেকে পুরনো লাইন হল ব্লু লাইন। তবে বর্তমানে সেখানে প্রতিদিনই নানান রকমের সমস্যা সমাধান করার কাজ চলছে বলে জানিয়েছেন কলকাতা মেট্রোর জি এম শুভ্রাংশু শেখর মিশ্র। যে সমস্যাগুলি রয়েছে তা নিয়ে কাজ করছে RITES। এখনো পর্যন্ত ব্লু লাইনের অন্তিম স্টেশন কবি সুভাষ ও শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের যে কাজ আটকে রয়েছে সেটি ছট পুজোর পরই দ্রুত শুরু করা হবে। আগামী সপ্তাহ থেকেই এই কাজগুলো শুরু করা হবে বলে মনে করা হচ্ছে। তিন থেকে চার বছরের মধ্যে এই সকল সমস্যার সমাধান হবে…
