26
Apr
অবশেষে সফল হলো৷ বিশ্বের অন্যতম জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক৷ ৪,৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৩,৬৭২ কোটি টাকা)-এর বিনিময়ে এই মাইক্রোব্লগিং সাইটের মালিকানা পেলেন তিনি৷ টুইটারের উপর পড়ল ইলন মাস্কের ‘ব্লু টিক’। টুইটারের শেয়ার কেনার জন্য মাস্ক নগদ টাকা দিচ্ছেন বলেই খবর৷ টুইটার বোর্ডের সদস্য ব্রেট টেলর জানান, সংস্থার হস্তান্তর নিয়ে দীর্ঘ বৈঠক হয়৷ অবশেষে দেখা যায় মাস্কের প্রস্তাব আখেরে লাভদায়ক। টুইটারের প্রত্যেক শেয়ার হোল্ডারের জন্য এই সিদ্ধান্ত সঠিক বলেই সংস্থার কর্মকর্তাদের বিশ্বাস। উল্লেখ্য, দিন কয়েক আগে প্রায় ২২ হাজার কোটি টাকায় টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনেছিলে ইলন মাস্ক। পরবর্তী সময়ে সংস্থার সম্পূর্ণ মালিকানা…
