11
Sep
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মণিপাল হসপিটালস তাদের দীর্ঘদিনের আস্থা ও উৎকর্ষের ঐতিহ্যকে পূর্ব ভারতে পৌঁছে দিয়েছে মণিপাল হসপিটালস কলকাতা-র মাধ্যমে। দেশের বৃহত্তম হাসপাতাল নেটওয়ার্কের অংশ হিসাবে—যেখানে রয়েছে ১৯টি শহরে ৩৮টি হাসপাতাল, ১০,৫০০+ বেড, ৭,২০০+ চিকিৎসক এবং ৬ কোটি জীবনে ছোঁয়া দেওয়ার অভিজ্ঞতা—কলকাতার মণিপাল ইউনিটসমূহ একই চিকিৎসাগত দক্ষতা, সেবা এবং উৎকর্ষ বজায় রেখেছে, যা মণিপাল নামকে সমগ্র দেশে বিশেষ মর্যাদায় পৌঁছে দিয়েছে। প্রশাসন থেকে শুরু করে কর্মী প্রশিক্ষণ, চিকিৎসা প্রোটোকল—সব ক্ষেত্রেই অনুসৃত হচ্ছে সেই আন্তর্জাতিক মানের নিয়মনীতি। একীভূত ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম রোগীর ইতিহাসকে নেটওয়ার্ক জুড়ে সহজলভ্য করেছে, ফলে রোগীরা যেখানেই চিকিৎসা নিন না কেন, সমন্বিত ও নিরবচ্ছিন্ন সেবা…
