20
Feb
শিলচরের বীরবল বাজারের হাইলাকান্দি রোডের লোকনাথ কমপ্লেক্সে তার প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার খুলল ভারতের বৃহত্তম বৈদ্যুতিক যানবাহন কোম্পানি ওলা ইলেকট্রিক। ইতিমধ্যেই দেশের সমস্ত বড় শহরে প্রায় ২০০টি এই ধরনের এক্সপেরিয়েন্স সেন্টার রয়েছে ওলার। উল্লেখ্য, নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষে ওলা ইলেকট্রিকের লক্ষ্য হল চলতি বছরের মার্চের মধ্যে ৫০০টি আউটলেট অন্তর্ভুক্ত করা। এক ছাদের নীচে সমস্ত পরিষেবা প্রদানের লক্ষ্যে, ওলা এক্সপেরিয়েন্স সেন্টারগুলি ইভি গ্রাহকদের বিশেষ ভাবে সাহায্য করে। যেমন- S1 এবং S1 Pro-এর পরীক্ষামূলক রাইড পেতে, অর্থায়নের বিকল্পগুলির বিশদ বিবরণ সহ কেনার সময় ওলা অ্যাপের মাধ্যমে বিশেষ সুবিধা প্রদান করা। এক কথায় বলা যায় ওলা স্কুটারের সমস্ত বিক্রয়োত্তর যত্ন এবং রক্ষণাবেক্ষণের জন্য এই এক্সপেরিয়েন্স…
