04
Jul
যাত্রীদের জন্য আরও এক অভিনব পরিষেবা নিয়ে এলো ভারতীয় রেল। এবার চলন্ত ট্রেনেই টাকা তোলার ব্যবস্থা! সেন্ট্রাল রেলওয়ের আওতাধীন মুম্বই - মানমাদ পঞ্চবটী এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে বসানো হচ্ছে অটোমেটেড টেলার মেশিন (এটিএম)। এক বেসরকারি ব্যাঙ্কের সহযোগিতায় এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনের প্যান্ট্রি কারের অংশেই থাকবে এই এটিএম। ইতিমধ্যেই একটি রেক মানমাদ ওয়ার্কশপে নিয়ে গিয়ে সেখানে এটিএম বসানোর কাজ শুরু হয়েছে। দীর্ঘ ট্রেনযাত্রার পর যাত্রীদের যাতে গন্তব্যে পৌঁছে এটিএম খুঁজতে না হয়, সেই ভাবনা থেকেই এই অভিনব পরিকল্পনা। সেন্ট্রাল রেলে জানিয়েছেন, ‘‘এটিএম-এর সুরক্ষার জন্য থাকবে সর্বক্ষণের জন্যে সশস্ত্র প্রহরী। পাশাপাশি যন্ত্রটি যাতে নির্বিঘ্নে কাজ…
