25
Apr
শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ৮ থেকে ১০ জনের একটি দল পাইপলাইন এলাকায় জমায়েত হয়েছে। তাদের লক্ষ্য ছিল এলাকার কোনো বাড়িতে ডাকাতি করা। এই তথ্য পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের গাড়ি দেখে দলের প্রায় ৫-৬ জন পালিয়ে গেলেও, চারজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতরা হলেন—প্রদীপ দাস (৩২) এবং ভিকি সাহারি (২২), দু'জনেরই বাড়ি টিকিয়াপাড়া; সঞ্জীব দাস (২১), বাড়ি বাগরাকোট; এবং মোহাম্মদ জামিল (২২), কয়লা ডিপোর বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে একাধিক ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে। তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার চারজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ…