08
Apr
বিগত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গের বিশেষত জলপাইগুড়ি জেলার জাতীয় এবং রাজ্যে সড়কের আশপাশে থাকা বন্য প্রাণীতে ভরা একের পর এক জঙ্গলের মধ্যে পরে থাকা শুকনো পাতায় আগুন জ্বলছে, যদিও বসে নেই বন বিভাগ সহ পরিবেশ কর্মীরা, নিজেদের সীমিত সাধ্য নিয়েই আগুন নিয়ন্ত্রণে আনতে চলছে লড়াই। আগুনের লেলিহান শিখায় ইতিমধ্যেই নিকেশ হয়েছে ছোটো ছোটো কিট পতঙ্গ থেকে শুরু করে গাছের মগডালে পাখির নীড়ে থাকা সদ্য এই পৃথিবীতে আসা অসহায় ছানাগুলো। বন দফতরের পক্ষ থেকে যদিও চলছে নানান ধরনের সচেতনতা মূলক প্রচার, কোথাও আবার স্বয়ং বন কর্তা পরিবেশ কর্মী দের সঙ্গে নিয়ে ঝাড়ু হাতে নেমেছে জঙ্গল গেসা রাস্তার পাশে পরে থাকা আবর্জনা।…