জলপাইগুড়িতে বসলো বাজির বাজার

0 min read

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নন্দনকানন মাঠে বসল বাজির বাজার। বিভিন্ন দোকানে দেখা গেল পরিবেশ বান্ধব বাজি বিক্রি হতে। প্রায় ছয়টি দোকান বসেছে এই বাজারে। শুক্রবার সকাল থেকেই ক্রেতাদের ভিড় দেখা গেল। ব্যবসায়ীরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। বাজির বাজারে আসা ক্রেতারা পরিবেশ বান্ধব বাজির পাশাপাশি বিভিন্ন মোমবাতি ও প্রদীপ ক্রয় করেন। আসন্ন দীপাবলি উপলক্ষে ব্যবসা ভালো হবে বলে আশা ব্যবসায়ীদের।
অন্যদিকে, বাজি কিনতে আসা এক ক্রেতা বলেন, বাজারের ভেতরে বাজির ব্যবসা না করে প্রশাসন যে নির্দেশ দিয়েছে খোলা মাঠে বাজির বাজার তাতে করে আমাদের অনেক ভালো হয়েছে। কারণ কোন রকম দুর্ঘটনা ঘটতেই পারে বাজির দোকানে সেই ক্ষেত্রে মাঠে বাজার করাতে সেই সব দুর্ঘটনা থেকে কিছুটা হলেও রেহাই পাবে সকলেই। তাই প্রশাসনের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা।
অন্যদিকে, বিভিন্ন দোকানদাররা যাতে করে কোন দুর্ঘটনা না হয় সেই জন্য অগ্নি নির্বাপক সিলিন্ডার রেখেছে দোকানে দোকানে।

You May Also Like