02
Sep
Rich-এর পক্ষ থেকে, 2025 সালের হসপিটালিটি হরাইজন বেকারি, প্যাটিস্ট্রি ও চকোলেট অ্যাওয়ার্ড প্রদান করা হল এবং সেই উদযাপন উপলক্ষ্যে আন্ধেরি ইস্ট-এর নোভোটেল এয়ারপোর্ট-এর দ্বারা আয়োজিত এক বর্ণাঢ্য আলো-ঝলমলে সন্ধ্যার সাক্ষী হয়ে রইল মুম্বই শহর। Rich Products-এর পক্ষ থেকে এই ইভেন্ট উপস্থাপন করা হয় এবং এর যাবতীয় আয়োজনের দায়িত্বে ছিল দেশের অগ্রগণ্য ইন্ডাস্ট্রি পাবলিকেশন, হসপিটালিটি হরাইজন ম্যাগাজিন। এই ইভেন্ট সম্পর্কে নিজের মতামত পোষণ করতে গিয়ে, Rich Products ইন্ডিয়া, MENA ও তুরস্ক-এর ম্যানেজিং ডাইরেক্টর, মিঃ পঙ্কজ চতুর্বেদী বলেন: “Rich’s-এ আমরা বিশ্বাস করি যে বিশ্বমানের উপকরণ ও সমাধানের উপলভ্যতা প্রদানের মাধ্যমে বেকারি ও প্যাটিস্ট্রি কমিউনিটিকে আরও উন্নত ও সক্ষম করে তোলা উচিত। এইসব পুরস্কার…
