16
Aug
নেটওয়ার্কের জগতে আজ নিজের স্থান শীর্ষে করে নিয়েছে জিও। একের পর এক দুর্দান্ত অফার দিয়ে এবং অসাধারণ পরিষেবা দিয়ে অনায়াসে জিতে নিয়েছে গ্রাহকদের মন। স্বাধীনতা দিবস উপলক্ষে আরও তিনটি নতুন প্ল্যান নিয়ে হাজির জিও। মিলবে অতিরিক্ত ডেটাও। করোনা আবহের জেরে ওয়ার্ক ফ্রম হোম ব্যাবস্থাকে আপন করে নিয়েছে সকলে। সেক্ষেত্রে লাগছে প্রচুর ডেটা। আর সেই সুবিধার্থে সকলেই কিনছে জিওফাই। এটি হল ওয়াই-ফাই ডিভাইস। এটির দাম ১৯৯৯ টাকা। তবে মাসিক ৯৪ টাকার ইএমআই এর বিনিময়ে জিও স্টোর থেকে পাবেন। এর দ্বারা একাধিক ফোনে অথবা ল্যাপটপে কানেক্ট করে কাজ করতে পারবেন। জিওফাই ব্যবহারকারী দের জন্য রয়েছে দুর্দান্ত তিনটি প্ল্যান। প্রথমটি হলো ১৯৯ টাকার…
