08
Jan
বিশ্বজুড়ে যখন হিংসা, বিভাজন আর অস্থিরতার খবরই শিরোনাম দখল করে থাকে, ঠিক তখনই নীরব পায়ে এক আশ্চর্য শান্তির বার্তা বহন করে চলেছে ভারতের এক পথ কুকুর। তার নাম অলোকা - যার অর্থ আলো। আজ সে শুধু একটি কুকুর নয় বরং শান্তি, দয়া ও সহানুভূতির জীবন্ত প্রতীক। একদল বৌদ্ধ সন্ন্যাসী বিশেষ উদ্দেশ্য নিয়ে পৃথিবীর নানা প্রান্তে হেঁটে চলেছেন। কোনো প্রচার নেই, নেই স্লোগান শুধু হাঁটা আর সন্ধ্যাবেলায় প্রার্থনা। সেই যাত্রাপথেই ভারতে তাদের সঙ্গী হয় চার বছরের এক পথ কুকুর। দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেও সন্ন্যাসীদের সেবাযত্নে সে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর অলোকা যেন নিজের সিদ্ধান্তেই আবার ফিরে আসে…
