06
Dec
আগমন ঘটেছে শীতের, সেই সঙ্গেই বাড়ছে সংক্রামক রোগ। ওয়াশিংটনে নতুন ধরনের বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা ঘিরে ফের উদ্বেগ ছড়াল বিশ্বজুড়ে। মানবদেহে আগে কখনও না পাওয়া এইচ৫এন৫ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন গ্রে হারবার কাউন্টির এক বাসিন্দা। চলতি মাসের শুরুতেই তিনি মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। স্টেট হেলথ অথরিটির মতে, আক্রান্ত ব্যক্তির দেহে যে বার্ড ফ্লু স্ট্রেইনের হদিস মিলেছে, তা এই প্রথম মানবদেহে পাওয়া গেল। ফলে আবার বড়সড় সংক্রমণ বা মহামারির সম্ভাবনা ঘিরে আশঙ্কা বাড়ছে। যদিও ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, বৃহত্তর জনসংখ্যার মধ্যে এখনই এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। আক্রান্ত ব্যক্তি কীভাবে সংক্রমিত হলেন, তা এখনও…
