27
Jul
সম্প্রতি দিল্লিতে এক ব্যক্তির উপর এই ভ্যাকসিনের ট্রায়াল করার পর ভ্যাকসিন “কোভ্যাকসিন” ভারতে বিপুল আশা জাগাচ্ছে। জানা গেছে তাঁর শরীরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়নি এবং ফলাফলে উৎসাহজনক। সম্প্রতি ভারত বায়োটেকের ভ্যাকসিন কোভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিপুল আশা জাগাচ্ছে। ২৪ জুলাই শুক্রবার প্রথম মানব দেহে প্রবেশ করানো হয় এই ভ্যাকসিন। দিল্লিতে ৩০ বছরের একব্যক্তি স্বেচ্ছায় এই ভ্যাকসিন গ্রহণ করেন। এদিন আরো ৫০ জনকে ভ্যাকসিনটি দেওয়া হয় এবং শনিবার দেওয়া হয় আরও ৬ জনকে। সাড়ে সাতশ জন স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে কোভ্যাকসিন, জানা যাচ্ছে এমনটাই । মানবদেহে প্রথম ধাপের পরীক্ষার পরে আশা জাগিয়েছে কোভ্যাকসিন, জানা গেছে এমনটাই।
