08
Nov
জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, এবার আদানি গ্রুপ একটি বিরাট নজির গড়েছে। মূলত, আদানি সোলার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ১৫,০০০ মেগাওয়াটেরও বেশি সোলার মডিউল সরবরাহ করে একটি বড় মাইলফলক অর্জন করেছে। তারা এই কৃতিত্ব অর্জনকারী প্রথম এবং দ্রুততম ভারতীয় প্রস্তুতকারী হয়ে উঠেছে। ইতিমধ্যেই আধিকারিকরা জানিয়েছেন, মোট শিপমেন্টের মধ্যে ১০,০০০ মেগাওয়াট ভারতে মোতায়েন করা হয়েছে এবং ৫,০০০ মেগাওয়াট বিদেশে রফতানি করা হয়। যা প্রায় ৭,৫০০ ফুটবল মাঠ কভার করতে সক্ষম ২৮ মিলিয়ন মডিউলের সমতুল্য। এই মডিউলগুলির প্রায় ৭০ শতাংশ আদানির ভারতে তৈরি সৌর…
