28
May
লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন ৷ আগামী লোক সভা নির্বাচন এর দিকে পাখির চোখ করে রয়েছে প্রতিটি দল ৷ ভোট কুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ শেষ পর্যন্ত অবশ্য কংগ্রেসের হাত ধরেননি পিকে৷ এই অবস্থায় ’২৪-এর মহারণে তরী পাড় করতে পিকে’রই প্রাক্তন সতীর্থ সুনীল কানুগোপালের উপর ভরসা রাখলেন কংগ্রেস হাইকমান্ড৷ তাঁর হাতেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরির দায়িত্ব সঁপলেন সোনিয়া গান্ধী৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে কংগ্রেস। ইতিমধ্যেই ‘টাস্ক ফোর্স-২০২৪’ গঠন করেছেন সোনিয়া। আট জনের এই কমিটিতে রয়েছেন পি চিদম্বরম, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, জয়রাম রমেশ, রণদীপ সিং সুরজেওয়ালার মতো প্রথম সারির নেতারা৷ এই নামগুলো অবশ্য…
