15
Nov
যত সময় যাচ্ছে ধীরে ধীরে তত বেশি ধোঁয়ায় ভরে যাচ্ছে রাজধানীতে৷ চরম পর্যায়ে পৌঁছেছে রাজধানীর বায়ুদূষণ৷ ধোঁয়াশায় ভরে গিয়েছে দিল্লির ও সংলগ্ন এলাকার আকাশ৷ দিল্লির বাতাসে দূষণের এই বিপজ্জনক মাত্রা দেখে উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামন৷ দিল্লির দূষণ সম্পর্কিত একটি মামলার শুনানিতে তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের কথা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার৷ নাহলে মানুষ বাঁচবে কী ভাবে?’ এদিন প্রধান বিচারপতি আরও বলেন, ‘‘আপনারা দেখছেন পরিস্থিতি কতখানি বিপজ্জনক.... বাড়িতেও আমাদের মাস্ক পরে থাকতে হচ্ছে৷’’ এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে সোমবারের মধ্যে তাদের মতামত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ হয়েছে৷ এদিন শীর্ষ আদালত আরও বলেন, যানবাহন, ধুলো, বাজি-পটকা থেকে দূষণ…
