23
May
রোগীদের থেকে অনৈতিকভাবে বেশি টাকা নেওয়া , রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার, এ ধরনের একাধিক অভিযোগ তো ছিলই। হাসপাতালের সুপারকেই বেধড়ক মারধরের অভিযোগ উঠল আয়াদের বিরুদ্ধে। এমন পরিস্থিতি হল, যে সুপারকে উদ্ধার করতে হাসপাতালে যেতে হল পুলিশকে। তাঁকে বাঁচাতে নার্সদের হস্টেলে রাখল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। জানা গিয়েছে, আয়া কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল। বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল ওয়ার্ডে ঢুকে যাঁদের বিরুদ্ধে অভিযোগ, সেই সমস্ত আয়া কর্মীদের বের করে দিতে যান। সে সময়েই হাসপাতালের আয়ারা সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাঁর ওপর চড়াও হন। পড়ে কিল-চড়-ঘুষি। সুপারকে আক্রান্ত হতে দেখে হাসপাতালের কর্মীরা থানায়…